Sunday, July 6, 2025

ডান কাত হয়ে ঘুমানোর বৈজ্ঞানিক মু’জিযা, আপনার সময়ের মাত্র ৬০ সেকেন্ড নিন !

ডান কাত হয়ে ঘুমানোর বৈজ্ঞানিক মুজিযাআপনার সময়ের মাত্র ৬০ সেকেন্ড নিন !

চলুন একসাথে জেনে নিই !

💐 কেউ কেউ পেটের উপর ভর করে ঘুমান।

💐 কেউ কেউ পিঠের উপর শুয়ে ঘুমান।

💐 কেউ কেউ বাম কাত হয়ে ঘুমান।

💐 কেউ কেউ ডান কাত হয়ে ঘুমান।

পেটের উপর ঘুমানো:

এই অবস্থায় ঘুমালে নিঃশ্বাস নিতে কষ্ট হয়কারণ দেহের ওজন এবং হাড়ের কাঠামো ফুসফুসের উপর চাপ ফেলে।

👈 তাইপেটের উপর ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়।

বাম কাত হয়ে ঘুমানো

































সাধারণভাবে খাবার হজম হতে থেকে ঘণ্টা সময় লাগে।

কিন্তু বাম কাত হয়ে ঘুমালে হজম হতে লাগে থেকে ঘণ্টা, কারণ ডান ফুসফুস বড় হওয়ায় তা হৃদয় এবং যকৃৎকে চাপ দেয়।

ফলে যকৃৎ, যা শরীরের সবচেয়ে বড় অঙ্গ, সঠিকভাবে কাজ করতে পারে না এবং অস্বস্তি তৈরি হয়।

👈 অতএব, বাম কাত হয়ে ঘুমানোও স্বাস্থ্যসম্মত নয়।

. ডান কাত হয়ে ঘুমানো:

ডান কাত হলে, বাম ফুসফুস যেহেতু ছোট হালকা, তাই চাপ কম পড়ে।

আর যকৃৎ শরীরের নিচে স্থির হয়ে থাকে, ফলে হজম দ্রুত হয়।

💐 তাই, এটাই ঘুমানোর সবচেয়ে উত্তম উপায়স্বস্তিদায়ক এবং উপকারী।

হাদীস দ্বারা প্রমাণ:

রাসূলুল্লাহবলেছেন:

যখন তুমি শোবার যায়, তখন নামাযের ওযু করো, তারপর ডান কাত হয়ে শুয়ে পড়ো এবং বলো:

اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ...”

📖 সহীহ বুখারী মুসলিম (মত:আলাইহি)

প্রাচীন বাণী:

পিঠের উপর ঘুমানো: রাজাদের ঘুম

পেটের উপর ঘুমানো: শয়তানের ঘুম

বাম কাত হয়ে ঘুমানো: ধনীদের ঘুম (অতিরিক্ত খাওয়ার কারণে)

ডান কাত হয়ে ঘুমানো: পরহেযগার আলেমদের ঘুম

🌟 আর এটি- ছিল রাসূলুল্লাহ ﷺ -এর ঘুমানোর ভঙ্গি।

📚 এই কল্যাণকর জ্ঞান ছড়িয়ে দিন, কারণ কল্যাণের দিকনির্দেশক তার কার্যসম্পাদনকারীর মতোই পুরস্কার পাবেন।

🕋🤲 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিকআলা সাইয়্যিদিনা মুহাম্মদ !

সংগ্রহে

জামিল আক্কাছ মোহাম্মদ

 

Theme - Mobile - Desktop

 Theme - Mobile - Desktop

Don't track my

 Don't track my

রাতে ঘুমাতে দেরি হয়ে যায় তাহলে গল্পটি পড়ুন

  রাতে ঘুমাতে দেরি হয়ে যায় তাহলে গল্পটি পড়ুন যাদের রাতে ঘুমাতে দেরি হয় , তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কথা। এক ব্যক্তি হযরত ইব্রা...